Can't found in the image content. বলিউডের অভিজাত বাসিন্দাদের তালিকায় জাহ্নবী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বলিউডের অভিজাত বাসিন্দাদের তালিকায় জাহ্নবী

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, নভেম্বর ৫, ২০২২

বলিউডের অভিজাত বাসিন্দাদের তালিকায় জাহ্নবী

ছবি: সংগৃহীত

ফিল্ম ক্যারিয়ারের বয়স মাত্র চার বছর। এরমধ্যেই নিজের পরিচিতির সীমারেখা দারুণভাবে বিস্তৃত করেছেন জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে অভিষেকের পর তাকে আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না। একের পর এক প্রশংসিত সিনেমা যুক্ত হচ্ছে তার নামের পাশে।
 
সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘মিলি’। এটিও সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পাচ্ছে। এমন আনন্দের সময়ে জাহ্নবীর জীবনে আরও একটি বড় সুখবর এসেছে। একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন তিনি।
 
মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নতুন ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী, তার বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুর। যেটার মূল্য ৬৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার বেশি।
 
বান্দ্রা হলো মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকা। এখানেই বলিউডের অধিকাংশ তারকার বসবাস। সমুদ্রের কিনারে অবস্থিত এই জনপদে থাকতে হলে প্রত্যেককেই বিপুল অর্থ খরচ করতে হয়। সেই অভিজাত বাসিন্দাদের তালিকায় এখন জাহ্নবীর নামও যুক্ত হলো।

জানা গেছে, তাদের এই অ্যাপার্টমেন্টের আয়তন ৬ হাজার ৪২১ বর্গফুট। পালি হিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত। মানি কন্ট্রোলের এক রিপোর্ট অনুসারে, গেলো অক্টোবরের ১২ তারিখে এই সম্পদের রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী ও তার বাবা। 

এদিকে শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘মিলি’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সানি কৌশল ও মনোজ পাহওয়া। ২০১৯ সালের মালায়লাম সিনেমা ‘হেলেন’র রিমেক এটি। পরিচালনা করেছেন মাথুকুট্টি জেভিয়ার।

এছাড়া জাহ্নবীর হাতে রয়েছে ‘বাওয়াল’ নামের আরেকটি ছবির কাজ। যেখানে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। 

সূত্র: ইন্ডিয়া টুডে