ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বরিশাল পৌছেছে পিরোজপুর বিএনপির ১২ থেকে ১৩ হাজার নেতাকর্মী

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: শনিবার, নভেম্বর ৫, ২০২২

বরিশাল পৌছেছে পিরোজপুর বিএনপির ১২ থেকে ১৩ হাজার নেতাকর্মী
পিরোজপুর বিএনপির ১২ থেকে ১৩ হাজার নেতা-কর্মী ইতোমধ্যে ট্রলার যোগে বরিশালে পৌছেছেন। শুক্রবার (৪ নভেম্বর) বরিশাল পৌছানোর পর তাঁরা বঙ্গবন্ধু উদ্যানে সামিয়ানা টানিয়ে সেখানে অবস্থা নিয়েছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে চাল, ডাল, মুরগিসহ রান্না করার সরঞ্জাম নিয়ে এসব নেতা-কর্মীরা ট্রলার যোগে রওয়ানা দেন। সাত উপজেলা থেকে ১৮ থেকে ২০ হাজার নেতাকর্মী বরিশাল মহাসমাবেশে পৌছাবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হােসেন।

জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপির নেতাকর্মীদের বরিশালের সমাবেশে যোগদানে বাধা দিতে শাসক দলের সন্ত্রাসীরা পরিবহন ধর্মঘটের মাধ্যমে আমাদের হয়রানি করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তিনদিন আগে থেকেই বরিশালে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে সমাবেশে পিরোজপুর থেকে ১২ থেকে ১৩ হাজার নেতাকর্মী পৌছেছে।

বরিশাল পৌছে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকল গণ পরিবহণ বন্ধ থাকায় নেতা-কর্মিদের নিয়ে ট্রলার যোগে এক দিন আগেই বরিশাল পৌছেছি। এ জন্য ২০টি ট্রলার ভাড়া করা হয়েছিলো। আমাদের কিছু নেতা-কর্মী সড়ক পথে বিভিন্ন যান বাহনে বরিশাল এসেছেন। মঠবাড়িয়া উপজেলা থেকে আমরা পাঁচ হাজার নেতা-কর্মী বরিশালের সমাবেশে যোগ দিয়েছি। আমরা বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান করেছি। সমাবেশ স্থলে রান্নার আয়োজন করা হয়েছে। তাবু ও সামিয়ানা টানিয়ে নেতা-কর্মীরা রাত্রি যাপন করছেন।

নাজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচীব তারেক আব্দুল্লাহ বলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের আর্থিক সহায়তায় বরিশালের সমাবেশে ট্রলারে করে যোগ দিবে উপজেলা ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী।

পিরোজপুর জেলা বিএনপির আহ্ববায়ক আলমগীর হোসেন বলেন, শাসক দল যতই বাধা দিক না কেন যেকোনমূল্যে আমরা বরিশাল সমাবেশকে সফল করবো। সাত উপজেলা থেকে ১৮ থেকে ২০ হাজার নেতাকর্মী বরিশাল মহাসমাবেশে পৌছাবে।