সড়কে থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরগুনায় দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগির হোসেন জানিয়েছেন, সড়কে থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটের পরেও যদি সড়কে অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধ না হয় তবে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে।
বরগুনা পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, সড়কের অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধের জন্য ব্যবস্থা নেবেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক যদি থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন, তখন আমার কাছে পুলিশ ফোর্স চাইলে আমি তা সাধ্যমত দেওয়ার চেষ্টা করব।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, আওয়ামী লীগপন্থী বাস মালিকরা পরিকল্পিতভাবে এ ধর্মঘট ডেকেছে। বিএনপির সমাবেশ বানচালের চেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, তিনিসহ তাদের ৭ সহস্রাধিক নেতাকর্মী বরিশালে অবস্থান করছেন। আগামীকালের মধ্যে আরও ৩ সহস্রাধিক নেতাকর্মী বিকল্প যানবাহনে বরিশাল যাবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর কবির বলেন, বাস ধর্মঘটের বিষয়ে তারা কিছুই জানেন না।