Can't found in the image content. জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২

জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর ২০২২) সকাল ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। 

শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতেও অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, '৩ নভেম্বরের জেল হত্যা বাংলাদেশের ইতিহাসে আরো একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে।' 

তিনি আরো বলেন, 'মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলিকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 

এ সময় তিনি খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিতকরণ ও স্থাবর-অস্থাবর বাজেয়াপ্ত করার জোর দাবি জানান।