Can't found in the image content. ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত। | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত।

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, নভেম্বর ২, ২০২২

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত।
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী -দিনাজপুর সড়কের বারাইহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির পরিচয় এখনও মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে,বুধবার বিকেলে মিম এন্টার প্রাইজ সিলেট জ১১-০৫৫৯ নামে একটি বগুড়া মেইলবাস ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বারাইহাট এলাকায়,বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকটি বাসটিকে ক্রস করার সময় বাসের পিছনের দিকে ডান পাশে ধাক্কা লাগে এসময় যাত্রীবাহী বাসের পিছনের ছিটে থাকা অজ্ঞাত ১৮ বছর বয়সি এক বাসযাত্রী ঘটনা স্থলেই নিহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক গাড়ীটি পালিয়ে গেছে। বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।