Can't found in the image content. জন্মদিনে শাহরুখের সতর্কবার্তা, ‘ঝড় আসছে’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

জন্মদিনে শাহরুখের সতর্কবার্তা, ‘ঝড় আসছে’

বিনোদন ডেস্ক | আপডেট: বুধবার, নভেম্বর ২, ২০২২

জন্মদিনে শাহরুখের সতর্কবার্তা, ‘ঝড় আসছে’

ছবি: সংগৃহীত

আগে থেকেই শোনা যাচ্ছিলো, জন্মদিনে বিশেষ চমক নিয়ে হাজির হবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেই চমক ‘পাঠান’ সিনেমার টিজার, তা-ও অনেকেই ধারণা করে নিয়েছিলেন। কেননা চার বছর ধরে ভক্তরা তার নতুন সিনেমার অপেক্ষায়, সেক্ষেত্রে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে!

ঠিক তাই, কিং অব বলিউডের জন্মদিনের (২ নভেম্বর) সকালেই অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে ‘পাঠান’র টিজার। ১ মিনিট ২৪ সেকেন্ডেই বাজিমাৎ করলেন শাহরুখ। লম্বা চুল, এইট অ্যাবস আর বিধ্বংসী চাহনির সঙ্গে ধুন্দুমার অ্যাকশন। এই ঝলকে দেখা দিয়েছেন সিনেমার নায়িকা দীপিকা পাডুকোন, ভিলেন জন আব্রাহামও।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’র টিজার শুরু হয় একজন নারীর কণ্ঠস্বরে; যেটা কিছুটা ডিম্পল কাপাডিয়ার মতো। তিনি বলছেন, পাঠান গত মিশনে শত্রুদের হাতে ধরা পড়ে এবং তাকে অনেক নির্যাতন করা হয়। বেঁচে আছেন কিনা, তা নিয়েই সংশয়। ঠিক তখনই শাহরুখ খানের ম্যাজিক্যাল ভয়েসের সংলাপ, ‘বেঁচে আছি!’।

বিশ্বের বিভিন্ন দেশের নজরকাড়া স্থানে শুটিং, গ্রাফিক্স-ভিএফএক্স ও ব্যাকগ্রাউন্ড মিউজিক টিজারটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। চমকপ্রদ এ টিজার শেষ হয় শাহরুখের সংলাপ দিয়ে; যেখানে তিনি বলেন, ‘নিজের সিটবেল্ট বেঁধে নাও, ঝড় আসছে।’

‘পাঠান’ মুক্তি পাবে তিন ভাষায়। হিন্দির পাশাপাশি দেখা যাবে তামিল ও তেলেগুতে। এর মধ্যে কেবল হিন্দি ভার্সনের টিজার মাত্র এক ঘণ্টায় ২১ লাখের বেশি ভিউ হয়েছে, সেটাও শুধু যশরাজের ইউটিউব চ্যানেলে। সবগুলো ভার্সন, চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিউ হিসাব করলে অংকটা যে বিস্ময়কর হবে, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।

আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। এর আগে শাহরুখ খানের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে, ‘জিরো’। মাঝে অবশ্য কয়েকটি সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছেন তিনি। তবে ভক্তরা অপেক্ষায় বাদশাহর প্রত্যাবর্তনের।

সূত্র: হিন্দুস্তান টাইমস