মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৯৯৪ সালে ভারতের নাম উজ্জ্বল করেন ঐশ্বরিয়া রাই। তার মাথায় সেরার তাজ ওঠার আগেই আমির খানের সঙ্গে একটি সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি।
এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানান যে, ঐশ্বরিয়ার কারণেই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভয় পাচ্ছিলেন তিনি। তবে বিশ্ব সুন্দরীর মঞ্চ থেকে শুরু হয়েছিলন তার জয়যাত্রা। দীর্ঘ ২৮ বছর ধরে সেই জয়রথ অব্যাহত। ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘গুরু’ থেকে শুরু করে ‘ইরুভার’, ‘পোন্নিয়ন সেলভান’ ঐশ্বরিয়ার সুপারহিট ছবির সংখ্যা অগণিত।
সম্প্রতি তার ছবি ‘পোন্নিয়ন সেলভান’ তুমুল ব্যবসা করেছে বক্স অফিসে। শুধু বলিউডে নয়, হলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে ‘পদ্মশ্রী’। কান ফিল্ম ফেস্টিভালে জ্যুরি হিসাবে দেখা গেছে এই বলি অভিনেত্রীকে।
সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি ব্র্যান্ডেরও প্রিয় মুখ তিনি, এছাড়াও বিদেশের নানা টিভি শোয়েও অতিথি হিসাবে দেখা যায় তাকে। মঙ্গলবার ৪৯ বছরে পা দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। জন্মদিনে জেনে নেওয়া যাক নায়িকার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ কত? কতই বা তার পারিশ্রমিক?
বলিউড ও দক্ষিণী ছবির জগতের অন্যতম দামী অভিনেত্রী তিনি। প্রতি ছবির জন্য তিনি পারিশ্রমিক নেন ১০ কোটি টাকা। পোন্নিয়ন সেলভানের জন্যও তার ফি ছিল ১০ কোটি। ১৯৯২ সাল থেকে একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। তার প্রথম ব্র্যান্ড প্রমোশন ছিল ক্রুপা ক্রিয়েশন, যার জন্য তার ফি ছিল মাত্র ১৫০০ টাকা। বর্তমানে শ্যাম্পু, সফট ড্রিঙ্কস, সাবান থেকে শুরু করে ঘড়ি, হিরের গয়নার প্রায় ১৫-র বেশি ব্র্যান্ডের দূত তিনি। একদিনের বিজ্ঞাপনের শ্যুটের জন্য ঐশ্বরিয়া এখন পারিশ্রমিক নেন ৬ কোটি টাকা। শুধুমাত্র ব্র্যান্ড দূত থেকেই তার বাৎসরিক আয় ৮০ থেকে ৯০ কোটি টাকা।
অভিষেক বচ্চনকে বিয়ে করে ঐশ্বরিয়া থাকেন মুম্বাইয়ের জুহু এলাকার জলসা বাংলোতে। অমিতাভ ও জয়া বচ্চনের এই বাংলোর বর্তমান দাম ১০০ কোটি টাকা। ঐ বাংলো ছাড়াও দুবাইয়ে ৫৫০০ স্কোয়ারফিটে একটি বাংলো কিনেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। বিলাসবহুল সেই বাংলোর দাম ১৬ কোটি। এছাড়াও বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি, যার দাম ২০ কোটি টাকা। বাড়ি ছাড়াও তার ব্যক্তিগত কালেকশনে রয়েছে রোলস রয়েস ঘোস্ট, অডি এএইটএল, মার্সেডিজ বেঞ্চ এস৫০০, মার্সেডিজ বেঞ্চ এস৩৫০ডি কুপ, লেক্সাস এলএক্স৫৭০ ও আরো অনেক। সবমিলিয়ে তাঁর গাড়ির মূল্য ১৮ কোটি।