ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

ডিএনসিসিনর মেয়রকে সম্মাননা সনদ দিলেন কিরগিজিস্তান

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২

ডিএনসিসিনর মেয়রকে সম্মাননা সনদ দিলেন কিরগিজিস্তান
ভলিবল খেলার উন্নয়ন ও অলেম্পিক আন্দোলনে অসামান্ন অবদান রাখায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামকে সম্মাননা সনদ দিলেন কিরগিজিস্তান।


কিরগিজিস্তানের জাতীয় অলেম্পিক কমিটির পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়। 


মঙ্গলবার (১ নভেম্বর, ২০২২) দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিস্তানের একজন প্রতিনিধি মেয়রের হাতে এই সম্মাননা সনদ তুলে দেন।


মেয়র আতিকুল ইসলাম এ সময় কিরগিজিস্তান অলেম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে। এটি আমাদেরকে একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সব প্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এ সময় কারো মাঝে কোনো ভেদাবেদ থাকে না।’ 


ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘পৃথিবী জুড়ে যে হানাহানি চলমান তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। কোথাও কোনো হানাহানি হবে না বরং আমাদের মাঝে জাতি ও দেশগত সম্প্রীতি বাড়বে।’


এ সময় তিনি সামনের দিনগুলিতে খেলাধুলার আন্দোলকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।