Can't found in the image content.
বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ২, ২০২১
সম্প্রতি
দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই সিনেমার অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি। বিয়ের পরই
নতুন ছবির শুটিং শুরু করেছেন তিনি। ব্যস্ততার মাঝেও সংসার গুছাতে ভুল করেননি তিনি।
নিয়েছেন নতুন বাসা, সাজিয়েছেন নতুন নতুন আসবাব পত্র দিয়ে। আর তাইতো নতুন সংসারের শুরুতেই
দিয়েছেন মিলাদ।
শুক্রবার
মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি সহ ভিডিও পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ।
এদিকে ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে নতুন বাসার আসবাব পত্র সেটিং করা নিয়ে ব্যস্ত অনেকেই।
আর ভিডিওতে দেখা গিয়েছে সব কিছু গুছানো শেষে মিলাদ পড়ানো হচ্ছে।
উল্লেখ্য,
গত ১৩ সেপ্টেম্বর রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন মাহি। পাত্র
কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। উভয়ের দ্বিতীয়
বিয়ে এটি।