ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

ঝালকাঠিতে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

আজমীর হোসেন তালুকদার, স্টাফ রিপোর্টার | আপডেট: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২

ঝালকাঠিতে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার
ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশসনের উদ্যোগে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। সেমিনারে ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রনী দাস। এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, গণমাধ্যমকর্মী আল-আমিন তালুকদারসহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্ধ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধিনে অভিযোগ দায়ের এবং অপরাধ দÐের বিধান নিয়ে আলোচনা এবং ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিহার করার পাশাপাশি ক্রেতা সাধারণকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।