একজন আদর্শ শিক্ষক মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করেন। পিতামাতা সন্তান জন্ম দেয় আর একজন শিক্ষক তাদেরকে মানুষ হিসেবে তৈরি করে। তাই যে ভাবে শিক্ষাদান করলে ছাত্রছাত্রীরা সুশিক্ষিত ও নৈতিকতা শিখতে পারবে সেই ভাবে গড়ে তুলতে হবে। সমাজে সবচেয়ে সম্মানিত পেশা হলো শিক্ষকতা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় শিক্ষক দিবস ২০২২ এর র্যালী ও আলাচনা সভায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব আমীর হোসেন আমু এ কথা বলেন।
তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষাদান না করলে মেধাহীন জাতি গড়ে উঠবে। তাই প্রত্যেক শিক্ষককে আদর্শবান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আগের মত শিক্ষকদের মর্যাদা দেখা যায় না, তাই আপনাদের পূর্বের সেই অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সরকার শিক্ষানীতি প্রণয়ন করবে আর শিক্ষকরা তা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। যুব সমাজকে সুশিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ার তোলার দায়িত্ব শিক্ষকদের।
ঝালকাঠি সরকারি কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউনুস আলী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হেমায়েত উদ্দিন, জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মো: হারুন অর রশিদ, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মারুফা বেগম ও ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ও সরকারী কলেজের প্রভাসক মো: বজলুর রশিদসহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয় শিক্ষক মো: মাসুম বিল্লাহ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ঝালকাঠি সরকারী কলেজ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস মোড় অতিক্রম করে সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ হয়ে ঝালকাঠি সরকারী বালক বিদ্যালয় মাঠে সমাপ্ত হয়। র্যালিতে শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। উল্লেখ্য এ বছরই প্রথম শিক্ষক দিবস পালন শুরু করা হয়েছে।