ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে- কৃষি মন্ত্রী

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২

বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে- কৃষি মন্ত্রী
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিড়িয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, তারেক জিয়ার জেল হয়েছে পালিয়ে লন্ডনে আছে। লন্ডন থেকে রিমোড কন্টোলে মাধ্যমে স্বপ্ন দেখে আওয়ামীলীগ সরকার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, জেল খেটেছে।  তিনি বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। তিনিও স্বপ্ন দেখেন আবার সে প্রধানমন্ত্রী হবেন।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে সংবিধান রয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। খালেদা জিয়া তারেক জিয়া আন্দোলন করে আওয়ামী লীগকে পতন ঘটাতে পারবেন না।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে অরণখোলা ও বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মধুপুরের জলছত্র ফুটবল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সহ সভাপতি বাপ্পি সিদ্দিকী, ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম।
 
পরে দ্বিতীয় অধিবেশনে অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগে হাসান ইমাম মিন্টু  সভাপতি,  আব্দুর রহিম কে সম্পাদক এবং বেরীবাইদ ইউনিয়ন কমিটিতে মজিবর রহমান সভাপতি ও আব্দুল মান্নান কে সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে জেলা,  উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।