টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর২২)ইং সকালে ধনবাড়ী পৌরশহরের কবিরাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ দিবসের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দিবসটির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা। এসময় বিদ্যালয়ের পাঠাগার ও শ্রেণীক্ষক পরিদর্শন করেন তিনি।
পরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এসএমএ ফারুক ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা রাণী বর্ধন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বনাথ ভদ্র, প্রেসক্লাব সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী,ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান,সহকারী শিক্ষক সেলিনা আক্তার, শিবানী রাণী বর্ধণ ও অভিভাবক সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।