ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার ও সনদ বিতরণ

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার ও সনদ বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ তুলে দিয়ে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসান হাবীব, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, নীরু সামসুন নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন ইউপি চেয়াম্যান উপাধাক্ষ্য শাহ মো. আব্দুল কুদ্দুস, এনামুল হক, মানিক রতন প্রমুখ।
এর আগে শিক্ষক দিবস উপলক্ষে সকল আতিথি ও শিক্ষকদের নিয়ে উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের করা হয়।