দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ১০৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে এই ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রসাশন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের সবাইকেই তাদের সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আজ তাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের তরুণ ও যুবকদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে,তাদের ঐ আদর্শে গড়ে তুলতে হবে, তবেই দেশ আরও সুন্দর ভাবে এগিয়ে যাবে। আর এ শিক্ষা আমাদের প্রত্যেকটি পরিবার থেকে শুরু করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, নীরু ছামসুন নাহার, ইউপি চেয়াম্যান উপাধাক্ষ্য শাহ মো. আব্দুল কুদ্দুস, এনামুল হক, মানিক রতন,সাইফুল ইসলাম প্রমুখ।