Can't found in the image content. মজিবর স্যারের বিদায় সংবর্ধনায় সাবেক ছাত্রদের ঢল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

মজিবর স্যারের বিদায় সংবর্ধনায় সাবেক ছাত্রদের ঢল

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

মজিবর স্যারের বিদায় সংবর্ধনায়  সাবেক ছাত্রদের ঢল
মানুষ গড়ার কারিগর মোঃ মজিবর রহমান শেখ খুলনার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় থেকে সিনিয়র শিক্ষক হিসেবে ২০১২ সালে অবসরে যান।

কিন্তু সেই সময় স্কুলে তার বিদায় সংবর্ধনা হয়নি। তবে অবসরের ১০ বছর পর, সাবেক ছাত্রদের পৃষ্ঠপোষকতায় বিশাল আয়োজনের মধ্য দিয়ে প্রিয় মজিবর স্যারের বিদায় সংবর্ধনা স্কুল মাঠে আয়োজন করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৮৩ সাল থেকে ২০১৯ সালের এসএসসি ব্যাচের ছাত্ররা উপস্থিত ছিলেন। সাবেক ছাত্ররা বিভিন্ন জেলা থেকে এসে প্রিয় স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করেন।


অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে নিয়ে স্কুলের সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং স্কুলের শিক্ষকমন্ডলী বক্তব্য রাখেন।


অনুষ্ঠানের মূল আকর্ষণ, যে শিক্ষকের জন্য সাবেক ছাত্রদের এই আয়োজন, সেই শ্রদ্ধেয় মজিবর স্যার তার বক্তব্যে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সাবেক ছাত্রদের ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে সাবেক ছাত্রদের বিভিন্ন নৈতিক দিকনির্দেশনামূলক কথা বলেন এবং নিজের জন্য দোয়া চান।


অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি ড. সাঈদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সাবেক শিক্ষার্থী মোঃ রিয়াজুল হক।