ফরিদপুরের ৯ উপজেলার উপর দিয়ে সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে ধান উৎপাদনে অন্যতম অবস্থানে থাকা জেলার ৫ হাজার ২৯৭ হেক্টর ফসলি জমি আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, এ বছর জেলায় ৭৪ হাজার ২৮২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৩০ হেক্টর জমির ধান সাত্রাংয়ের প্রভাবে আত্রান্ত হয়েছে। এছাড়া ডালজাতীয় ফসলের ৪৬৫ হেক্টর, রবিশস্যের ২৫৭ হেক্টর, মুড়ি কাটা পেঁয়াজের ২৫ হেক্টর, ভুট্টার ২০ হেক্টর, সরিষার ২৯ হেক্টর, কলাইয়ের ৬৯ হেক্টর এবং আখের দুই হেক্টর জমি আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে।
তবে কৃষি কর্মকর্তাদের দাবি, আক্রান্তের পর রোদ হওয়ায় এবং জমি থেকে দ্রুত পানি নেমে যাওয়ায় ক্ষতির পরিমাণ অনেক কম হবে।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জিয়াউল হক জানান, এরই মধ্যে কৃষকদের হেলে পড়া ধানসহ ৮০ ভাগ পরিপক্ক হওয়া ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেয়া হয়েছে। ক্ষতি পোষাতে কৃষকদের সরিষাসহ শাক-সবজি চাষাবাদের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া তাদের প্রণোদনা কর্মসূচির আওতায় আনা হবে। সিত্রাংয়ে আক্রান্তের তুলনায় ক্ষতি অনেক কম হবে বলে জানান তিনি।