পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এস,এম, শাহজাহান ফিরোজ নিয়মিত বিদ্যালয়ে না এসে অনুপস্থিত থেকে সরকারী বেতন তুলছেন ঠিকই। তবে বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেন অনুপস্থিতির দিন সহ হাজির একদিন এসেই। খেয়াল খুশি মতন আসেন আবার চলেও যান। এতে বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিঘ্ন হচ্ছে পাঠদান কার্যক্রম।
এলাকাবাসির এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি। তিনি কোথায় গেছেন অন্যান্য শিক্ষকরাও বলতে পারেন নি। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে ঠিক মতো আসেন না। এমনকি ছুটির দরখাস্ত দিয়ে জাননা এবং অন্য কোন শিক্ষককেও দায়িত্ব দিয়ে যান না।
এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে মুঠো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান জানান, প্রধান শিক্ষক কেন বিদ্যালয়ে আসেননি বিষয়টি আমরা দেখছি।
বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে জানান, আমি এলাকার বাহিরে আছি আপনাদের সাথে পরে কথা বলবো এই বলে ফোনটি কেটে দেন।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শওকত আলী জানান, হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিষয়টি আমি দেখতেছি।