বানিয়াচংয়ে গাঁজার চারা গাছসহ মাদক কারবারী চাষী জাকারিয়া তালুকদার (৫২) কে আটক করেছে পুলিশ। ঘটনাটির খবর প্রকাশিত হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে রসাত্মক চাঞ্চল্য।
গত সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ সাঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা গেছে, আটককৃত জাকারিয়া তালুকদার ওই গ্রামের মৃত নায়েব আলীর পুত্র। স্থানীয়রা জানান, জাকারিয়া তালুকদার নামে ওই ব্যক্তি তার নিজ মালিকানাধীন জমিতে চাষ করা ৪টি সবুজ রংয়ের গাজার গাছের সন্ধান পায় পুলিশ। এসময় অভিযান চালিয়ে ৪টি গাজার গাছসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, বানিয়াচং থানা এলাকায় মাদক, জুয়া, দাঙ্গা প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ঘটনাটি প্রকাশিত হলে জেলাজুড়ে রসাত্মক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফেসবুকে অনেককে ট্রল করতে দেখা গেছে। গাঁজা গাছের পরিসর বড় হওয়ায় নানাজন নানা মন্তব্য করেছেন।