ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।
তিনি জানান, নদী উত্তাল থাকায় এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এখনও এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
এদিকে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাত থেকেই জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।