ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

শরীয়তপুরে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩, আহত ২

শরীয়তপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ২৩, ২০২২

শরীয়তপুরে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩, আহত ২
ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা শরীয়তপুরের ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২৩অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলার সাইক্কায় জয়ন্তিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদীপ একটি সেতুর সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান এবং আরও ২ জন আহত হন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার আজ সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতরা হলেন জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও শরীয়তপুরের গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

তিনি আরও বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ লঞ্চটি শরীয়তপুরের ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোররাতের দিকে মেঘনা থেকে লঞ্চটি জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের সাইক্কায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে। পরে ওই পানির ট্যাংক ছিটকে গিয়ে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়লে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন ও ২ জন আহত হন। নিহত ৩ যাত্রীর মরদেহ ডামুড্যা উপজেলা কমপ্লেক্সে রাখা আছে বলে জানান তিনি।