ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

স্কুল শিক্ষকদের আরো উদ্যোগী হতে হবে: সচিব জাকিয়া সুলতানা

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, অক্টোবর ২, ২০২১

স্কুল শিক্ষকদের আরো উদ্যোগী হতে হবে: সচিব জাকিয়া সুলতানা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের প্রতিটি শিশু যেন শিক্ষিত হয়ে গড়ে উঠে সেজন্যে স্কুলের শিক্ষকদের আরো উদ্যোগী হতে হবে। সকল শিশুকে শিক্ষার আলোয় আলোকিত ঘরে ঘরে শিক্ষার আলো জালাতে হবে। একটা শিশুও যেন শিক্ষা থেকে ঝড়ে না পড়ে সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে

 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলার নিজ জন্মভূমি নিমাকদমা গ্রামে স্থানীয় মাদ্রসা মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ৫০০ দুস্থ অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি নিমাকদমা কমিউনিটি ক্লিনিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে গ্রামাঞ্চলের শিক্ষা স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর--আলম সিদ্দিকী, সমাজ সেবক এরফান আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন প্রমূখ।