Can't found in the image content. রাতেই সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ভিড় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

রাতেই সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ভিড়

খুলনা ব্যুরো | আপডেট: শনিবার, অক্টোবর ২২, ২০২২

রাতেই সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ভিড়

ছবি: সংগৃহীত

বিএনপির নেতাকর্মীরা শনিবারের (২২ অক্টোবর) সমাবেশকে ঘিরে বাধা বিপত্তি উপেক্ষা করে রাত থেকেই সামবেশস্থলে আসতে থাকেন। 

বাস ও লঞ্চ ধর্মঘটের মধ্যেও বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী খুলনায় পৌঁছেছেন। রাতে দলীয় কার্যালয়ে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে। অনেকে রাস্তায়ই লাগেজের ওপর শুয়ে পড়েছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘বিএনপির সমাবেশ যাতে সফল না হয় এ কারণে আওয়ামী লীগ কয়েক দিন ধরেই নানাভাবে বাধা দেয়ার চেষ্টা করছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে খুলনা বিভাগের সব জেলা থেকেই নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছে। শনিবার খুলনায় বিএনপির সর্ববৃহৎ গণসমাবেশ হবে। একদিন আগেই মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করছে।’

এ দিকে শনিবার ভোরের আলো ফুটতেই দলটির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনালী ব্যাংক চত্বরের সমাবেশ অভিমুখে রওনা হয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে ভোর ৬টা থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তৃতা চলছে। গণসমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।