পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দেওয়ার অভিযোগে মো: জুবায়ের হোসেন নামের এক প্রক্সি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় পিরোজপুর পিটিআই (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র) কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। পিরোজপুর পিটিআই সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত জুবায়ের নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো: আরশেদ আলীর পুত্র।
পিটিআই সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ জানান, আমাদের পিটিআই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা এক প্রক্সি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। আমরা সবকিছু মিলিয়ে দেখলে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভূয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম জাহান। সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছিল যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় তাকে বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম জাহান বলেন, আজ এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) এর তথ্যের ভিত্তিতে আমি পিটিআই এর একটি কক্ষে ম্যাজিষ্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে তদন্ত করে দেখছিলাম। তখন এক প্রক্সি পরীক্ষার্থীকে আমরা খুঁজে পাই। পরীক্ষর্থীকে আটক করে হল সুপার মামলা দায়ের করলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।