বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এ অবস্থা হয়েছে, এ জন্য আমাদের সহ্য করতে হবে। আশাকরি এ সমস্যা কেটে যাবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে, সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখব। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে বলা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, নিত্যপণ্যের দাম অ্যাডজাস্ট করতে প্রতিমাসে একবার করে রিভিউ করা হয়। ট্যারিফ কমিশন দাম ঠিক করে দেয়।
তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, এখানেও কমানো হয়েছে। এ বিষয়টি বেশি বেশি প্রচার করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।
টিপু মুন্সি আরও বলেন, ওভারঅল প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এর কারণ টাকার মান কমে যাওয়া ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি বলে দাবি করেন তিনি।
এর আগে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস চৌধুরীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।