Can't found in the image content. রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা, নিজেই জানালেন কারণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা, নিজেই জানালেন কারণ

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা, নিজেই জানালেন কারণ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রথম বড় পর্দায় আসতে চলেছেন। এর আগে আগে তাকে শেষ বড় পর্দায় দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’ ছবিতে। এবার গুরমীত সিং পরিচালিত হাসির ভৌতিক ছবি ‘ফোন ভূত’ এ তাকে রূপসী ভূতের চরিত্রে দেখা যাবে। আগামী মাসেই মুক্তি পাবে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’। ইতোমধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।

এই ছবির মাধ্যমে প্রথম কোনও হরর কমেডি ছবিতে দর্শক ক্যাটরিনাকে দেখতে পাবেন। সম্প্রতি ভূত নিয়ে ভিন্ন অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

ক্যাটরিনা বলেন, ‘রাতে ভূতের ছবি দেখলে আর ঘুম আসে না। ভূতের ছবি দেখলে পরবর্তী দু-তিন দিন আমার ঘুমোতে অসুবিধা হয়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি।’

‘ফোন ভূত’ প্রযোজনা করেছেন রীতেশ সিধওয়ানি আর ফারহান আখতার। ছবিটি নিয়ে নির্মাতারা আশাবাদী। গুরমীত এর আগে অত্যন্ত হিট ওয়েব সিরিজ মির্জাপুর পরিচালনা করেছেন।

এতে অন্যান্য চরিত্রে আছেন জ্যাকি শ্রফ, সিদ্ধান্ত চতুর্বেদী আর ঈশান খট্টর। ছবিটি আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে।