ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মার্চ ১৬, ২০২৫ |

EN

খাবারের সন্ধানে লোকালয়ে মুখকালো হনুমান

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

খাবারের সন্ধানে লোকালয়ে মুখকালো হনুমান
রাজশাহীর বাঘায় বিরল প্রজাতির মুখকালো হনুমান এখন গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। বৃহস্পতিবার উপজেলার আড়ানী পৌরবাজারের কালীবাড়ি এলাকায় এটি দেখা যায়।

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে মুখকালো হনুমান ছুটেছে বাসাবাড়ি, কখনো গাছের ডালে। হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে বাঘা উপজেলায় চলে এসেছে। 

আড়ানী বাজারের পাল মিষ্টান্ত ভাণ্ডারের মালিক রমেন পাল বলেন, হনুমানটি এ এলাকায় আসার পর থেকে কোনো সময় গাছে, আবার কোনো সময়ে বাড়ির চালায় বসে থাকতে দেখা যায়। 

এ বিষয়ে বাঘা উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান জানান, একসময় সুন্দরবন-পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচুর মুখকালো বড় প্রজাতির হনুমান দেখা যেত। কিছু হনুমান খাদ্যের অভাবে দলছুট হয়ে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। আকার আকৃতিতে মনে হচ্ছে এ প্রজাতির হনুমান বর্তমানে বিলুপ্তির পথে। এটি একটি বিরল প্রজাতির মুখকালো হুনুমান।