ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

বোরকা পরে পালাচ্ছিলেন যুবক, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, অক্টোবর ২, ২০২১

বোরকা পরে পালাচ্ছিলেন যুবক, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

পুলিশের উপস্থিতি টের পেয়ে বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে গ্রেপ্তার করা হয় জুয়েল নামে এক যুবককে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলাইয়াপুর ইউনিয়নের হাসান আলী মিঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এসময় তার দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জুয়েল শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ। তিনি আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের বাসিন্দা।

 

শুক্রবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম।

 

তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক দল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। একপর‌্যাায়ে আলাইয়াপুরের হাসান আলী মিঝি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাচ থেকে দুইটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। অস্ত্র উদ্ধারের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।