Can't found in the image content. মধুপুরে মাদ্রাসা শিক্ষককে মারপিটের ঘটনায় বিক্ষোভ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মধুপুরে মাদ্রাসা শিক্ষককে মারপিটের ঘটনায় বিক্ষোভ

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২

মধুপুরে মাদ্রাসা শিক্ষককে মারপিটের ঘটনায় বিক্ষোভ
টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসার অধ্যক্ষের উপর হামলার ঘটনায় ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। 

আজ বৃহস্পতিবার (২০অক্টোবর২২) সকালে মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের ভবানিটেকী বাজারের মধুপুর সড়কে এ বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যপাী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে আহত মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদিরের স্ত্রী মাহমুদা কাদির, মেয়ে কারিমা জান্নাত, শিক্ষিকা মাহমুদা খানম, জাগিরাচালা এলাকার বাসিন্ধা আব্দুল জলিল দুলাল সহ এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন, গত বুধবার বিকেলে ধনবাড়ীর জাগিরাচালা আল-জামিয়াত মারিয়াম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির কে ভবানিটেকী এলাকার রাস্তায় একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিতভাবে ঐ এলাকার লাভলু, নয়ন গংরা হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেন। এসময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মোটর সাইকেলসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের দ্রæত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

এ ঘটনায় অভিযুক্ত লাভলু মিয়া বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলে মানববন্ধন করছেন তা মিথ্যা যড়যন্ত্রমূলক। মাওলানা আব্দুল কাদির ভবানিটেকীর দিকে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় ফোনে কথা বলতে বলতে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সে সময় রাস্তার উপরে গরু সামনে পড়লে গরুর প্রাণ বাঁচাতে গিয়ে সে পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আহত হন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কে অভিযুক্ত করছেন তিনি। এঘটনায় সরজমিনে তদন্ত পূর্বক প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজহারুল আমীন বিপিএম জানান, ঘটানি শুনেছি তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।