নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, অক্টোবর ১, ২০২১
গভীর রাতে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প
থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের
সদস্যরা।
আটককৃত রোহিঙ্গারা হলেন, এহেসান উল্লাহ (২২) কিসমতারা
(২১) সুমাইয়া(৫) সেনোয়ারা (২৫) আকিফা আক্তার (৩) মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০মাস) রিয়া
মনি (৪) সিপা মনি(২) নূরুল আজিম (২৩) সৈকত আরা (১৮) নূরুল হাকিম (১০) মো. ইব্রাহিম
(৩১) জামালিদা (২৬) আবদুল কাদের (৮) নূরকাইদা (৫) ফাতেমা (১০মাস) আলমরিজা (৭) মো.আলী
(১৯) সেফায়েত উল্লাহ (২৮) হাসিনা (২৬) সুমাইয়া (৫) নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস
(৮)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ৮টা
থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার
দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ২টার দিকে
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয়। জানা যায়,
দালালের মাধ্যমে বোট যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পলায়ন করতে তারা জঙ্গলে অবস্থান নিয়েছিল।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল
ইসলাম বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা নেয়া হবে।