দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দিয়ে ভারতে পাচারের সময় ২৪ টি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাচালানের পাঁচ সদস্যকে আটক করেছে হিলি কাস্টমস শুল্ক গোয়েন্দা।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দিনাজপুরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয়
আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুরের নিমাই শাহ এর ছেলে মনোরঞ্জন রায়( ৪৮)। মানিকগঞ্জ জেলা সদরের শামসুল হকের ছেলে মনিরুল ইসলাম (৫১)। মানিকগঞ্জ জেলার দিওড়ের মিনহাজ উদ্দিনরর ছেলে ফরহাদ হোসেন (৪৫ )। মানিকগঞ্জ জেলার দিওড়ের মোতালেব হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩১) এবং ঢাকা সুত্রাপুরের আজগর আলীর ছেলে মতিয়ার রহমান (৫৫)।
হিলি শুল্ক গোয়েন্দা কর্মকর্তা শোয়েব রায়হান ২৪টি স্বর্ণের বার উদ্ধার ও পাঁচ পাচারকারীকে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ টি স্বর্ণের বার নিয়ে এই পাঁচজন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি গোয়েন্দা পুলিশ আরও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
হিলি স্থল বন্দরের ইমিগ্রেশন অফিসের সামনে তাদের কে চ্যালেঞ্জ করলে একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বিভিন্ন স্থানে শুল্ক গোয়েন্দা পুলিশ অবস্থান থাকায় মনোরঞ্জন চন্দ্র রায় ও মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরো তিনজন স্বর্ণের বার পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
এ বিষয়ে দিনাজপুরের হাকিমপুর থানায় নিয়মিত একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে তিনি জানিয়েছেন।