তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় অবৈধ ভাবে কারেন্ট জাল ও কোনা জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্ধ করেছে।
বুধবার দিনব্যাপী বিভিন্ন হাওরে ও তাহিরপুর সদর বাজারের একটি দোকান থেকে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকা মুল্যের জাল জব্দ করে বিকেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি ।