Can't found in the image content. ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ১, ২০২১

ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা

চিঠি লিখে ক্ষমা চেয়ে আত্মহত্যা করেছেন এক অভিনেত্রী। মানসিক ভাবে ভেঙে পড়ায় আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে চিঠিতে লিখেছেন ওই অভিনেত্রী।

 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কন্নড়ের টেলিভিশনের অভিনেত্রী সৌজন্যের লাশ বৃহস্পতিবার বেঙ্গুলুরু থেকে উদ্ধার করা হয়। তার লাশের পাশ থেকে একটি চিঠিও উদ্ধার করে পুলিশ। চিরকুটে ২৫ বছর বয়সী ওই অভিনেত্রী নিজের আত্মহত্যার কারণ বলে গেছেন।

 

তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য আমিই দায়িআমাকে ক্ষমা কোরো….আমি কথা দিয়েছিলাম জীবনে কখনো এমন বোকার মতো কাজ করব না। কিন্তু আমার আর কিছুই করার ছিল না।  ভেতরে ভেতরে আমি শেষ হয়ে গিয়েছিলাম।

 

তার বাড়ি কন্নড়ের কোদাগু জেলায়। কিন্তু তিনি বেঙ্গালুরুতেই থাকতেন। চার পৃষ্টার ওই চিঠিতে তিনি বার বার মা-বাবা, পরিবারের সদস্য আর বন্ধুদের কাছে ক্ষমা চেয়েছেন। 

 

করোনা মহামারি শুরু হওয়ার পর অনেকের মতো অভিনয় জগতের মানুষও কঠিন সময় পার করছেন। অনেকেই অর্থনৈতিক সংকটে পড়েছেন। বেশ কয়েকজন অভিনয় শিল্পী এসব নিয়ে মুখও খুলেছেন।