ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

মাটিরাঙ্গায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং স্কুল অব ফিউচার উদ্বোধন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

মাটিরাঙ্গায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং স্কুল অব ফিউচার উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস‍‍ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং 'শেখ রাসেল স্কুল অভ ফিউচার‍‍'র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সময়ে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে 'শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং স্কুল অব ফিউচার'র শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ১১ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ছোট শিশু রাসেল। পৃথিবীতে যুগে যুগে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু এমন নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিক হত্যাকাণ্ড বিরল। তিনি আরো বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো আজ জাতির নেতৃত্ব দিতেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতেন। কিন্তু স্বাধীনতা বিরোধী ঘাতকচক্র সে সুযোগ কেড়ে নিয়েছে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা পৌর আ,লীগের সাধারন সম্পাদক মো:আলা উদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

এর আগে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।