ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নলছিটিতে শেখ রাসেল দিবস পালিত

মিলন কান্তি দাস, নলছিটি প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

নলছিটিতে শেখ রাসেল দিবস পালিত
নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছ শেখ রাসেল দিবস-২০২২।

দিবসটার প্রতিপাদ্যছিলো "শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির  আয়োজনে চিত্রাংকন, রচনা , প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় বঙ্গবন্ধু ও শেখ রাসেল'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৯টায় উপজেলা চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে ও অলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর ‍মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান ও নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম মোল্লা প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন'র শিল্পি,দুমকস কালচারাল একাডেমির সংগীত শিক্ষক মোঃ বাচ্চু গাজীসহ অন্যান্য শিল্পীরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার  বদরুল আমিন ও শিক্ষক মোঃ আমির হোসেন।