ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সারাদেশে এক যোগে ৫০০০ টি "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" ও ৩০০ টি "শেখ রাসেল স্কুল অফ ফিউচার" ডিজিটাল ডিভাইজের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান মন্ত্রী। এ উপলক্ষে মঙ্গলবার সাকালে দিনাজপুরের ফুলবাড়ী শিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে নানান আয়োজন করা হয়। প্রথমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিদ্যালয় মাঠে মনমুগদ্ধকর ডিসপ্লে প্রদর্শণ করা হয়। এরপর প্রধান মন্ত্রী কতৃক উদ্বোধন অনুষ্ঠান উপভোগ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে শেখ রাসেলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,বেতদিঘি ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যন্য শিক্ষক ও শিক্ষার্থীগণ। পরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিদ্বয়।