হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২
টাঙ্গাইলের
মধুপুর ও ধনবাড়ীতে নানা
কর্মসূচীর মধ্যেদিয়ে শেখ রাসেল দিবস পালন করেছেন। গত মঙ্গলবার(১৮
অক্টোবর ২২)ইং সকালে
মধুপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে
উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন,মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন ও থানার ওসি
মুহাম্মদ মাজহারুল আমীন বিপিএম সহ অন্যান্যরা।
অন্যদিকে,ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, পৌরসভা ও থানা প্রশাসন
, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ শেখ রাসেলে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, কেককাটা
ও আলোচনা সভা হয়।
আলোচনাসভায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, জেব-উন-নাহার, সহকারী
কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মতিউর রহমান খান প্রমূখ।
শেখ
রাসেল দিবস উদযাপনে উপজেলার গাড়াখালী আর্দশ উচ্চ বিদ্যালয় দোয়া মোনাজাত, আলোচনাসভা, বৃক্ষরোপন ও রচনা প্রতিযোগীতা
সহ নানা কর্মসূচী পালন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সোলাইমান হোসেন, রোকেয়া বেগম, কামরুন্নাহার ও নাছিমা সহ
অন্যান্যরা।
অনুষ্ঠানে
সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক,জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন।