ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

নানা আয়োজনে মাটিরাঙ্গায় শেখ রাসেলের জন্মদিন পালন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

নানা আয়োজনে মাটিরাঙ্গায় শেখ রাসেলের জন্মদিন পালন
আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

একই সময়ে জন্মদিনের কেক কাটেন অতিথীরা।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, মানুষের উপকার করার চেষ্টা ছোটবেলা থেকেই পরিলক্ষিত হয়েছে শেখ রাসেলের মাঝে। তিনি ছিলেন আদর্শ পিতার যোগ্য সন্তান। রাসেল আজ বিশ্বে অধিকারবঞ্চিত শিশুদের প্রতীক ও মানবিকসত্তা হিসাবে বেঁচে আছেন সবার মাঝে।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।