ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ইন্দুরকানীতে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

মো. আরিফুল ইসলাম ,ইন্দুরকানী প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

ইন্দুরকানীতে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণ হালদার এর বিরুদ্ধে জন্মনিবন্ধন নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহসান ও বিশ্বজিৎ কর্মকার এই  দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য উপজেলার  সেউতিবাড়িয়া সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণ শিক্ষার্থীদের জন্মনিবন্ধন অনলাইন করার নামে অভিভাবকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়। 

গত রোববার দুপুরে ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যানের কাছে উপজেলার সেউতিবাড়ীয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণের বিরুদ্ধে অভিযোগ করেন অভিভাবক নজরুল ইসলাম।

প্রধান শিক্ষককে চেয়ারম্যান ডাকলে তিনি টাকা নেয়ার কথা স্বীকার করেন। এবং চেয়ারম্যান মাসুদ করীম ইমন এর সামনে  ভুল হয়েছে , আর এ ধরণের কাজ করবে না বলে ওই অভিভাবকের কাছে এক হাজার নয় শত টাকা ফেরৎ দেয়। এসময় স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন। 

সেউতিবাড়িয়া গ্রামের অভিভাবক নজরুল ইসলাম জানান, আমার ছেলের জন্মনিবন্ধন করতে নানা অযুহাতে প্রধান শিক্ষক বিনয় স্যার আমার কাছ থেকে দুই বারে এক হাজার নয়শত টাকা নেয়। এ বিষয় চেয়ারম্যানের কাছে বললে, চেয়ারম্যান স্যার কে ডাকলে ভুল স্বীকার করে। টাকা ফেরৎ দেয়।  

এছাড়াও অভিযুক্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের সামনে টাকা ফেরৎ দিলেও পরে তা অস্বীকার করেন কিন্তু এক পর্যায়ে অভিভাবকদের থেকে  টাকা নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ ভাইরাইল হয়ে যায়।

এ বিষয় স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণ হালদার শিক্ষার্থীদের অভিভাবকের কাছ থেকে জন্মনিবন্ধন অনলাইন করার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।