হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি |
আপডেট:
মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২
নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল-১(মধুপুর) আসনে সদস্য পদে খন্দকার শফি উদ্দিন মনি বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী-গোপালপুর) সংরক্ষিত মহিলা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তারা হচ্ছেন- ফাতেমাতুজ জোহরা (দোয়াত কলম), ও মোছা. আছমা খাতুন(ফুটবল)। এনির্বাচনে মধুপুর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা৮৪ জন। এর মধ্যে ভোট গ্রহন হয়েছে ৮২ জনের। হরিণ প্রতীকের প্রার্থী মাহমুদা খাতুন এলি পেয়েছেন(৩৯)ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধী ফুটবল প্রতীকের প্রার্থী মোছা: আছমা খাতুন পেয়েছেন(৪৩)ভোট, দোয়াত কলম প্রীতের প্রার্থী ফাতেমাতুজ জোহরা পেয়েছেন(০০) ভোট। ধনবাড়ী কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০৭ জন। এর মধ্যে ভোট গ্রহন হয়েছে ১০৭ জনের। হরিণ প্রতীকের প্রার্থী মাহমুদা খাতুন এলি পেয়েছেন (৭৬) ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধী ফুটবল প্রতীকের প্রার্থী মোছা: আছমা খাতুন পেয়েছেন(২১) ভোট ও দোয়াত কলম প্রীতের প্রার্থী ফাতেমাতুজ জোহরা পেয়েছেন (১০) ভোট। গোপালপুর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০৬ জন। এর মধ্যে ভোট গ্রহন হয়েছে ১০৬ জনের। হরিণ প্রতীকের প্রার্থী মাহমুদা খাতুন এলি পেয়েছেন (৩৭)ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধী ফুটবল প্রতীকের প্রার্থী মোছা: আছমা খাতুন পেয়েছেন(৬৬)ভোট ও দোয়াত কলম প্রীতের প্রার্থী ফাতেমাতুজ জোহরা পেয়েছেন(০৩)ভোট। হরিণ প্রতীকের প্রার্থী মাহমুদা খাতুন এলি সর্বমোট ১৫২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নারী সদস্য পদে বিজয়ী হন। অপরদিকে, ধনবাড়ীতে পুরুষ সদস্য পদে মো: তোফাজ্জল হোসেন(হাতী)প্রতীক ও আব্দুল মজিদ মিন্টু(তালা)প্রতীকে প্রতিদ্বন্ধীতা করেন। ধনবাড়ী উপজেলা পরিষদ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০৭ জন। এর মধ্যে ভোট গ্রহন হয় ১০৭ জনের। হাতী প্রতীকের প্রর্থী মো: তোফাজ্জল হোসেন পেয়েছেন(৭৪)ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী তালা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ মিন্টু পেয়েছেন(৩৩)ভোট। এই কেন্দ্রে হাতী প্রতীকের প্রর্থী মো: তোফাজ্জল হোসেন পেয়েছেন(৭৪)ভোট পেয়ে বে-সরকারীভাবে সদস্য পদে বিজয়ী হন। টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, ভোটার তালিকা করার সময় ওই ছয় ইউনিয়নের নির্বাচন হয়নি। সেজন্য নির্বাচনের পরে যেসব জনপ্রতিনিধিরা পুন:নির্বাচিত হয়েছেন শুধুমাত্র তারাই ভোটার হতে পেরেছেন। ওই সব ইউনিয়নে যারা নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা ভোটার তালিকাভুক্ত না হওয়ায় ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জানান, আইন মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তাছাড়া ওই ছয় ইউনিয়নের বিষয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের আগে থেকেই জানানো হয়েছে।