ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

১৫ হাজার টাকায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, অক্টোবর ১, ২০২১

১৫ হাজার টাকায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৩

১৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো ইনভেটিগেশন (পিবিআই) যশোরের শার্শা থানার উত্তর বুরুজবাগান গ্রামের নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে একদিন বয়সী ওই শিশুটিকে চুরি করে তিন ব্যক্তি। ঘটনায় অভিযুক্ত তিনজন গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থাটি।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মোসা. নাছিমা খাতুন, মো. সাজু এবং রিংকু চক্রবর্তী ওরফে রিংকু।

 

বৃহস্পতিবার বিকালে পিবিআইয়ের সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিল্লাল হোসেনের স্ত্রী মোছা. রেকসনা খাতুন শার্শা থানার উত্তর বুরুজবাগান গ্রামের নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে সন্তান জন্ম দেন। পরদিন সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে সবার অগোচরে ওই ক্লিনিকের বেড থেকে মেয়েটি চুরি হয়ে যায়। ঘটনায় ওইদিন শিশুটির বাবা মো. বিল্লাল হোসেন বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা করেন। মামলা নম্বর-১৪, ধারা-মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ এর ১০()

 

পিবিআই জানায়, মামলাটি শার্শা থানা পুলিশ তদন্ত শুরু করে। এরপর যশোরের পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব পায়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই নি.) মো. জিয়াউর রহমান মামলাটি তদন্ত করেন।

 

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পিবিআই জানায়, অভিযুক্তরা নবজাতক চোর চক্রের সক্রিয় সদস্য। গত সেপ্টেম্বর অভিযুক্ত রিংকু চক্রবর্তী সাজু নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই শিশুটিকে চুরি করে এনে অভিযুক্ত নাছিমা খাতুনের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

 

ব্যাপারে যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন গণমাধ্যমকর্মীদের বলেন, গত সেপ্টেম্বর দুপুরে বিল্লাল হোসেনের মেয়ে চুরি হয়। পিবিআই ওই চুরি হওয়া নবজাতককে উদ্ধার করে। এছাড়াও ঘটনার জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আসামি নাছিমা খাতুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।