Can't found in the image content. বেনাপোল সীমান্তে অস্ত্র গুলিসহ মাদক ব্যবসায়ী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বেনাপোল সীমান্তে অস্ত্র গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ১৭, ২০২২

বেনাপোল সীমান্তে অস্ত্র গুলিসহ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল সীমান্ত থেকে পিস্তল,ম্যাগজিন ও গুলি সহ জহুরুল ইসলাম (৩৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি ) সদস্যরা। 

রোববার ভোরের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের কামারবাড়ি মোড় থেকে এ অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটককৃত জহুরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জাহান আলী বিশ্বাসের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে পুটখালী সীমান্তের কামারবাড়ি মোড়ে তল্লাশি করে জহুরুলকে তল্লাশি করলে তার কোমরে একটি ৯এম এম ইউএস এর তৈরী একটি পিস্তল , একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত অস্ত্র ব্যাবসায়ি জহুরুলকে অস্ত্র পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার নামে একাধিক মাদক মামলা ও রয়েছে বলে তিনি জানান।