নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, অক্টোবর ১, ২০২১
কিছুটা
সংঘাত, সহিংসতার পর প্রায় দুই বছরের মাথায় ৮৭ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলা আওয়ামী লীগের
নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সদ্য সাবেক সভাপতি খায়রুল আনম সেলিমকে
আহ্বায়ক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌর মেয়র
শহিদ উল্যাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
এছাড়া
সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরীকে কমিটিতে প্রথম নির্বাহী সদস্য
করা হয়েছে। এ ছাড়া জেলার অন্য আরও পাঁচজন সংসদ সদস্যসহ মোট ৮৭ জনকে নতুন কমিটিতে স্থান
দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার
দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল
কাদের স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়।
তবে
জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাননি বহুল আলোচিত ও সমালোচিত বসুরহাট পৌরসভার মেয়র
আব্দুল কাদের মির্জা। দীর্ঘদিন থেকে মির্জা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
পদ থেকে একরামুল করিম চৌধুরীর অপসারণ দাবি করে আসছিলেন। কিন্তু সর্বশেষ সেই কাদের মির্জাকে
রাখা হয়নি জেলা আওয়ামী লীগের কমিটিতে। ঘোষিত কমিটিতে এখন পর্যন্ত চারটি নামের জায়গা
এখনো খালি রাখা হয়েছে।
ঘোষিত
কমিটিকে স্বাগত জানিয়ে যুগ্ম আহ্বায়ক শহিদ উল্যাহ খান সোহেল জানান, শেখ হাসিনার হাতকে
শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে দ্রুত একটি পূর্ণাঙ্গ
কমিটি গঠনে কাজ করবে তারা।
এদিকে
কমিটি ঘোষণার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
করেছে প্রশাসন।
উল্লেখ্য,
২০১৯ সালের ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা শহীদ
ভুলু স্টেডিয়ামে। সেখানে দ্বিতীয় অধিবেশন ছাড়াই খায়রুল আনম সেলিমকে সভাপতি ও সাংসদ
একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল
কাদের। তারপর থেকেই এ পর্যন্ত ঝুলে ছিল জেলা কমিটি। এ নিয়ে প্রায় দ্বন্দ্ব লেগেই ছিল।
দ্বন্দ্ব থেকে সংঘাতে জড়িয়েছে নেতাকর্মীরা। অবশেষে ২০১৯ সালের ঘোষিত আংশিক কমিটি বিলুপ্তি
করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।