জন্ম নিবন্ধন অনলাইন করার নামে অভিভাবকদের থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পিরোজপুর ইন্দুরকানীর সেউতিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণ হালদারের বিরুদ্ধে।
রোববার ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম তালুকদার ইমন এর কাছে এই বিষয় এক অভিভাবক অভিযোগ করেন।
জানা যায়, প্রধান শিক্ষক বিনয় বরণ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের অভিভাবকদের থেকে জন্ম নিবন্ধন অনলাইন করিয়ে দেওয়ার নামে অনেক টাকা হাতিয়ে নেন।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক সুমন হালদার জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রায় ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীদের অভিভাবকদের থেকে জন্ম নিবন্ধন অনলাইন করিয়ে দেওয়ার নাম করে এভাবে টাকা নিয়েছেন।
এই বিষয় অভিযুক্ত প্রধান শিক্ষক বিনয় বরণের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম তালুকদার ইমন বলেন সেউতিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণ যন্ম নিবন্ধন অনলাইন করানোর জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের থেকে টাকা নিয়েছেন বলে আমার কাছে এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন। পরে ওই প্রধান শিক্ষক আমার কাছে 'ভুল’ স্বীকার করে টাকা ফেরত দিয়ে যায় এছাড়া আমার কাছে যে টাকা ফেরত দিয়েছেন তার একটা ভিডিও ফুটেজ ও তার কাছে রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।