Can't found in the image content. কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল মার্কেটে, আহত ৫ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৪, ২০২৫ |

EN

কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল মার্কেটে, আহত ৫

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ১৭, ২০২২

কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল মার্কেটে, আহত ৫
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মার্কেটের ভেতরে ঢুকে উল্টে গেছে একটি কাভার্ডভ্যান। এ সময় গাড়ির চালক-হেলপারসহ প্রায় পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর অবস্থায় চালক মো. আলামিন (২৩) ও হেলপার নুরনবীকে (২২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

গজারিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নীলফামারী থেকে চালবোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রামের বারো আউলিয়া এলাকার অভিমুখে যাচ্ছিল। পথে গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে কাভার্ডভ্যানটি পাশে মার্কেট ঢুকে প্রবেশমুখে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় গাড়ির ভেতরেই আটকা পড়েন হেলপার ও চালক। তবে দৌড়ে বাঁচতে গিয়ে আহত হন আরও বেশ কয়েকজন।

এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা ইসরাফিল হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে কাভার্ডভ্যানে আটকে পড়া দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চালক-হেলপার দুজন আপন ভাই। তাদের বাড়ি যশোর।