ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

নদীতে বিষ দিয়ে মাছ শিকার ৭ জেলেকে জরিমানা অনাদায়ে কারাদণ্ড

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ১৬, ২০২২

নদীতে বিষ দিয়ে মাছ শিকার ৭ জেলেকে জরিমানা অনাদায়ে কারাদণ্ড
পিরোজপুরের কাউখালীতে নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে সাত জেলেকে আটকের পর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কাউখালি উপজেলার দাশেরকাঠী গ্রামের রহমত শিকদারের ছেলে মিজান শিকদার, গাডতা গ্রামের বারেক শেখের ছেলে মো. জাকির হোসেন শেখ, ডুমজুরি গ্রামের ওহাব আলী মোল্লার ছেলে এনায়েত হোসেন মোল্লা, একই গ্রামের চাকায়েত মোল্লার ছেলে মানিক মোল্লা, খালেক ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির, আয়নাল উদ্দিনের ছেলে মো. ছলেমান, আয়নাল আবেদিনের ছেলে মিজানুর রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার চিড়াপাড়া এলাকায় নদীতে বিষ প্রয়োগ করে একদল অসাধু ব্যবসায়ী মাছ শিকার করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে তাদের প্রত্যোককে ৫ হাজার টাকা করে আর্থিক দন্ড অনাদায়ে প্রত্যেককে এক বছর করে কারাদন্ডের ঘোষনা দেয়া হয়েছে।