ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

অক্সিজেনের অভাবে মৃত্যু হলো অক্সিজেন ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, আগস্ট ৬, ২০২১

অক্সিজেনের অভাবে মৃত্যু হলো অক্সিজেন ব্যবসায়ীর

বরগুনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অক্সিজেন ব্যবসায়ী মিসকাতুল ইসলাম মিলন শিকদার। মঙ্গলবার (৩ আগস্ট) রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিলন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চার দিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিসকাতুল। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে মারা যান মিলন শিকদার। তিনি অ্যাজমা সমস্যায় আগে থেকে ভুগছিলেন।

তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। মিলন পেশায় অক্সিজেন ব্যবসায়ী ছিলেন।

বরগুনার সদর রোডে অক্সিজেন সরবারহের প্রতিষ্ঠান ছিল মিলন শিকদারের। প্রতিদিন গভীর রাত পযর্ন্ত তিনি অক্সিজেন সরবরাহ রেখে করোনা রোগীদের সেবা দিতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি পুত্র সন্তান রেখে যান।