Can't found in the image content. মধ্যনগরে ৪০ কেজি কারেন্ট জাল জব্দ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫ |

EN

মধ্যনগরে ৪০ কেজি কারেন্ট জাল জব্দ

উপজেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, অক্টোবর ১৫, ২০২২

মধ্যনগরে ৪০ কেজি কারেন্ট জাল জব্দ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর ঘাট এলাকায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০অনুযায়ী অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার (১৫অক্টোবর) সকাল ১১থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এই অভিযান পরিচালনা করেন। 

অভিযান শেষে জব্দ করা এসব নিষিদ্ধ কারেন্ট জাল মধ্যনগর থানা প্রাঙ্গণে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার এসআই মীর্জা মাহমুদুল করিম,মধ্যনগর বাজারের ব্যবসায়ী লিটন তালুকদার,হিরণ মিয়া।