ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বগুড়ায় যাত্রীবাহি বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, অক্টোবর ১, ২০২১

বগুড়ায় যাত্রীবাহি বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে বগুড়ার শাজাহাপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনাটি ঘটে ৷

 

আজ (৩০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে (ঢাকা - বগুড়া ) মহাসড়কে রাস্তার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বৃদ্ধ লোকটি রাস্তা পারাপারের চেষ্টা করছিলো৷ এমন সময় বগুড়া থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের যাত্রীবাহি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বৃদ্ধ লোকটিকে চাপা দিলে লোকটির দুই পা থেতলে যায় ও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় ৷ পুলিশে খবর ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশটি উদ্ধার করে নিয়ে যায় ৷

 

ঘটনাস্থলে উপস্থিত খানজাহান নামের এক ব্যক্তি জানান, গাড়িটি চাপা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে নয়মাইল নামক স্থানে জনসাধারনের সহযোগিতায় গাড়িটি আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে ৷

 

এ বিষয়ে শেরপুর ফায়ার স্টেশনের সাব- অফিসার সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, তাৎক্ষনিক ভাবে নাম পরিচয় জানা যায়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷

 

এ বিষয়ে শেরপুর গাড়িদহ হাইওয়ে ক্যাম্পের (এসআই ) হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো - ক-১৪-৬৬৫১) নাম্বারের গাড়িটি আটক করা হয়েছে ৷ গাড়ি ও গাড়ির চালক পুলিশ হেফাজতে আছে ৷