Can't found in the image content. মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১

মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ

জনপ্রিয় কণ্ঠমিল্পী মানিকগঞ্জ- আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের পরিবার সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।

 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন উজালা বেগম। চলতি বছরের এপ্রিলে মাযের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছিলেন গায়িকা-সাংসদ মমতাজ। কিছুটা সুস্থও হয়েছিলেন তিনি।

 

কিন্তু বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে গেলেন মমতাজ বেগমের মা। গায়িকা জানিয়েছেন, আজই উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।

 

এর আগে বাবা মধু বয়াতীকে হারান মমতাজ বেগম। এই গায়িকার দুই ভাই রয়েছে।